স্বাগতম পৌর হোল্ডিংট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম মুক্তাগাছা পৌরসভা মুক্তাগাছা, ময়মনসিংহ
মুক্তাগাছা পৌরসভার মেয়রের বানী
মুক্তাগাছা পৌরসভায় তথ্য-প্রযুক্তির সুবিধাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার মানসে চালু করা হলো দেশের প্রথম ”পৌর হোল্ডিংট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম” সফটওয়ার।বর্তমান সরকারের ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের অন্যতম অঙ্গীকার ছিল সরকারি সেবা খাতে ডিজিটাইজেশন। এই সফটওয়্যারটি ব্যবহারের ফলে পৌরসভার হোল্ডিংট্যাক্স দাতাগণ ঘরে বসেই তার মোবাইলে ফোনে এসএমএস ও ই-মেইল এ বিল পাবেন এবং বিল পরিশোধ করতে পারবেন।শুধু তাই নয় পৌর নাগরিকগণ তার আপিল শুনানীর পর নিস্পত্তির বিষয়টি ও ঘরে বসেই তার মোবাইলে ফোনে এসএমএস ও ই-মেইল এর মাধ্যমে অবগত হতে পারবেন।
সেবা প্রত্যাশী নাগরিকগণ এমনকি প্রবাসীরাও এর সুফল পাবেন। কাজেই মুক্তাগাছা পৌরসভার নাগরিক ও পৌর পরিষদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করি। । এই প্রয়াসের সাথে সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
মোঃ শহিদুল ইসলাম, মেয়র, মুক্তাগাছা পৌরসভা,ময়মনসিংহ।